বিকাশ এর পাসওয়ার্ড রিসেট করার নিয়ম How to reset bkash password

কি ভাবে বিকাশ এর পাসওয়ার্ড রিসেট করবেন তার নিয়ম  How to reset bkash password. বিকাশ বাংলাদেশের জনপ্রিয়  একটি মোবাইল ফিন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আপনি যদি  একজন বিকাশ গ্রাহক হয়ে থাকেন এবং আপনার পাসওয়ার্ড  যদি লক হয়ে থাকে। তাহলে এই আরটিকেল আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই আরটিকেল এ আমি আপনাকে দেখাবো কি ভাবে বিকাশ এর পাসওয়ার্ড রিসেট করতে হয়।

বিকাশ এর পাসওয়ার্ড রিসেট করার নিয়ম  How to reset bkash password

পেজ সূচিপত্রঃ

বিকাশ পাসওয়ার্ড কি?

বিকাশ পাসওয়ার্ড হলো আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। বিকাশ এর পাসওয়ার্ড ছাড়া আপনি কোন লেনদেন করেতে পারবেন না। আপনার বিকাশ পাসওয়ার্ড  অন্য কারো  সাথে শেয়ার করবেন না কখনো। আপনাকে ফোন দিয়ে বলতে পারে আমি বিকাশ এর কাষ্টমার কেয়ার থেকে বলছি ,আপনার বিকাশ অ্যাকাউন্ট আমরা লক করে দিয়েছি । আপনি এখন কোন লেনদেন করতে পারবেন না। এই রকম আরো অনেক কিছু বলে আপনার ব্যাক্তিগত তথ্য চাইতে পারে যেমন- আপনার নাম, পাসওয়ার্ড ,ওটিপি,জন্মতারিখ,এনআইডি নাম্বার ইত্যাদি। একটা কথা মনে রাখবেন বিকাশ আপনার কখনো  আপনার নাম, পাসওয়ার্ড ,জন্মতারিখ,এনআইডি নাম্বার ইত্যাদি জানতে চাইবে না। সুতারাং আপনি আপনার ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করবেন না।

আরো পড়ুনঃ পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার নিয়ম

বিকাশ এর পাসওয়ার্ড  লক হয় কেন?

বিকাশ এর পাসওয়ার্ড  আপনার নিজের জানার কথা অন্য কারো জানার কথা না । আপনার বিকাশ এর পাসওয়ার্ড  অন্য কেউ অথবা আপনি যদি পরপর তিন বার ভুল পাসওয়ার্ড দেন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে যাবে।

বিকাশ এর পাসওয়ার্ড রিসেট করার নিয়ম  How to reset bkash password

ধাপ-১ঃবিকাশ এর পাসওয়ার্ড রিসেট  করার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *২৪৭#



ধাপ-২ঃ তারপর মেনু অপশন থেকে রিসেট পিন এ যাইতে হবে। তারমানে ৯ লিখে সেন্ড বাটন  এ ক্লিক করতে হবে।

    

ধাপ-৩ঃ এখন আপনার এনআইডি নাম্বার দিয়ে সেন্ড বাটন এ ক্লিক করুন।

   

                             

ধাপ-৪ঃ এখন আপনার ৪ ডিজিটের জন্ম সাল লিখে সেন্ড বাটন এ ক্লিক করুন।

                   

ধাপ-৫ঃ এখন ৯০ দিনের মধ্যে থেকে লাস্ট ১০ টি ট্রানজেকশন থেকে যে কোন একটি সিলেক্ট করে তারপর সেন্ড বাটন এ ক্লিক করার পর যে পরিমান লেনদেন করছেন তার অ্যামাউন্ট লিখে  সেন্ড বাটন এ ক্লিক করলে আপনার ফোন এ একটা মেসেজ আসবে ওই মেসেজ এ ৫ ডিজিটের টেম্পোরারি পাসওয়ার্ড  দেওয়া থাক।

                                     

ধাপ-৬ঃ এখন আপনার ফোন এর ডায়াল অপশন এ গিয়ে ডায়াল করুন *২৪৭# । তারপর ১ লিখে সেন্ড বাটন এ ক্লিক করুন।

                                    

ধাপ-৭ঃ এখন আবারো ১ লিখে সেন্ড বাটন এ ক্লিক করুন।

                                  


ধাপ-৮ঃ আপনার ফোন এ যে একটা বিকাশ থেকে ৫ ডিজিটের টেম্পোরারি পাসওয়ার্ড দিয়েছে ওই পাসওয়ার্ড লিখে সেন্ড বাটন এ ক্লিক করুন। 

                                     


ধাপ-৯ঃ এখন আপনি ৫ ডিজিটের নতুন পাসওয়ার্ড সেট করুন।
                                      


ধাপ-১০ঃ আপনি যে ৫ ডিজিটের নতুন পাসওয়ার্ড দিলেন ওই পাসওয়ার্ড পুনরায় লিখে সেন্ড বাটন এ ক্লিক করুন।  
                                       
 
আশা করি এই আরটিকেলের মাধ্যমে আপনি জানতে পারলেন বিকাশ এর পাসওয়ার্ড লক হয়ে গেলে  বা ভুলে গেলে তা কি ভাবে  রিসেট করতে হয় । এরপর ও যদি কোন ধরনের সমস্যা হয় বিকাশ এর পাসওয়ার্ড রিসেট করতে তাহলে আপনি বিকাশ এর কাষ্টমার কেয়ার এর সাথে কথা বলবেন। এবং তারা যে নিদের্শনা দেয় তাদের নিদের্শনা অনুযায়ী কাজ করুন।

আরো পড়ুনঃ সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম 

নবীনতর পূর্বতন