বিকাশ কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার টাঙ্গাইল জেলা এর ঠিকানা এবং হেল্পলাইন নাম্বার

আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট এ কোন ধরনের সমস্যার সম্মুখীন হন এবং আপনি যদি খুব তাড়াতাড়ি আপনার বিকাশ অ্যাকাউন্ট এর সমস্যা সমাধান করতে চান তাহলে আপনাকে বিকাশ কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার  এ যেতে হবে। আপনার  সমস্যা যদি ছোট খাটো হয়ে থাকে তাহলে আপনি বিকাশ এর হেল্পলাইন নাম্বর এ ফোন দিয়ে আপনার সমস্যা সমাধান করতে পারবেন। এই আরটিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন বিকাশ কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার এর ঠিকানা এবং হেল্পলাইন নাম্বার। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

বিকাশ কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার টাঙ্গাইল জেলা এর  ঠিকানা এবং হেল্পলাইন নাম্বার

আরো পড়ুনঃ পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার নিয়ম

বিকাশ কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার টাঙ্গাইল জেলা এর শাখা সমূহঃ

আপনি যদি টাঙ্গাইল এর আশেপাশে বসবাস করেন এবং আপনি যদি আপনার নিকতবর্তী কাস্টমার কেয়ার বা সার্ভিস এর সেবা নিতে চান তাহলে আপনার প্রথমে জানতে হবে আপনার নিকতবর্তী কাস্টমার কেয়ার কোথায় অবস্থিত। নিচে টাঙ্গাইল জেলা এর সকল বিকাশ কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার এর শাখা সমূহের ঠিকানা নিচে দেওয়া হলোঃ-

👉 তালুকদার টেলিকম, ময়মনসিংহ রোড ,মধুপুর ,টাঙ্গাইল।
👉 শাহীন ইলেকট্রিক, ২২৭ বঙ্গশাই রোড, মির্জাপুর, টাঙ্গাইল।
👉 মুক্তি মাল্টিমিডিয়া, থানা রোড, গোপালপুর, টাঙ্গাইল।
👉 আলিফ টেলিকম, এস এ এস টাওয়ার(২য় তলা), শাহ কামাল রোড, সখিপুর, টাঙ্গাইল।
👉 অনি এন্টারপ্রাইজ, মৌলভীপাড়া বাজার, দেলদুয়ার, টাঙ্গাইল।
👉মোবাইল জোন, কলেজ রোড, নগরপুর বাজার, নগরপুর, টাঙ্গাইল।
👉 সাদাফ মেডিসিন কর্নার, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ মাজার রোড, ভুয়াপুর, টাঙ্গাইল।

বিকাশ কাস্টমার কেয়ার সেবা সম্পর্কেঃ

বিকাশ তাদের গ্রাহকদের কথা বিবেচনা করে তারা সাড়াদেশে বিকাশ কাস্টমার কেয়ার বা  সার্ভিস সেন্টার চালু করেছে। আপনি যদি বিকাশ ব্যবহার করে কোন সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি আপনার নিকটবর্তী বিকাশ কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে পারেন।

আপনার সমস্যা যদি ছোট খাটো হয়ে থাকে তাহলে আপনি বিকাশ এর কাস্টমার কেয়ার এ না গিয়ে বিকাশ এর হেল্পলাইন ১৬২৪৭ অথবা ০২- ৫৫৬৬৩০০১  এ ফোন দিয়ে আপনার সমস্যা সমাধান করে নিতে পারবেন। এছাড়াও আপনি বিকাশ লাইভ চ্যাট এর মাধ্যমে কথা বলে আপনার সমস্যা সমাধান করে নিতে পারবেন। বিকাশ লাইভ চ্যাট এর মাধ্যমে কথা বলতে  ক্লিক করুন ।

আশা করি এই আরটিকেল এর মাধ্যমে আপনি জানতে পারলেন টাঙ্গাইল জেলা এর বিকাশ কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার এর ঠিকানা এবং বিকাশ এর হেল্পলাইন নাম্বার। বিভিন্ন ধরনের টেকনোলজি বিষয় জানতে নো টেক ফাস্ট ডট কম এর সাথে থাকুন ধন্যবাদ। 


আরো পড়ুনঃ বিকাশ এর পাসওয়ার্ড রিসেট করার নিয়ম

নবীনতর পূর্বতন