সিম কার নামে রেজিস্ট্রেশন করা

সিম কার নামে রেজিস্ট্রেশন করা

আমরা অনেকেই হয়তো জানি না আমাদের অনেক দিন আগে সিম কেনা কার নামে রেজিস্ট্রেশন করা। আমাদের সিমটি যখন  হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন  আমাদের হারিয়ে যাওয়া  সিমটি রিপ্লেস করতে হয়। আমাদের সিম টি কার নামে রেজিস্ট্রেশন করা ছিল তা জানার দরকার হয়। 

সিম কার নামে রেজিস্ট্রেশন করা


আর যদি না বলতে পারি সিমটি কার নামে  রেজিস্ট্রেশন করা হয়েছে সেক্ষেত্রে আমদের হারিয়ে যাওয়া বা নষ্ট  হয়ে যাওয়া সিমটি আর রিপ্লেস করতে পারি না । সেক্ষেত্রে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আমাদের প্রত্যেক  টা মানুষের জানা দরকার কার নামে সিমটি রেজিস্ট্রেশন  করা। এবং একটি এন আইডি কার্ড দিয়ে কয়টি সিম কেনা হয়েছে। কথা না বারিয়ে চলুন জেনে নেওয়া যাক আপনার  সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা  আছে।

আপনার সিম এ  অবশ্যই ব্যালেন্স থাকতে হবে । আপনার সিম এ যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনি দেখতে পারবেন না সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে।

স্টেপ-১ঃ  আপনার মোবাইল থেকে *১৬০০১# ডায়াল করতে হবে

সিম কার নামে রেজিস্ট্রেশন করা

স্টেপ-২ঃ  এখন আপনার এন আইডি কার্ড এর লাস্ট ৪ ডিজিট নাম্বার দিতে হবে।

সিম কার নামে রেজিস্ট্রেশন করা

স্টেপ-৩ঃ তারপর সেন্ড বাটন এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফোন এ এসএমএস আসবে এসএমএস এ আপনার সিম টি কার নামে সিমটি রেজিস্ট্রেশন করা এবং আপনার এন আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা দেখতে পারবেন।




নবীনতর পূর্বতন