আসল ও নকল মোবাইল চেনার উপায়

আসল ও নকল মোবাইল চেনার উপায়

অনেক সময় মোবাইল  ফোন কেনার পর আমার দেখি মোবাইল টি আসল নয়। আপনার কষ্টের টাকা দিয়ে যদি মোবাইল কেনার পর  যদি দেখেন আপনার ফোনটি আসেল নয়  সেক্ষেত্রে বিষয় টা সুখবর নয়।

আসল ও নকল মোবাইল চেনার উপায়

যে কোন মোবাইল ফোন কেনার আগে আমাদের সবার আগে দেখতে হবে মোবাইল ফোনটি বিটিআরসি ডাটাবেসে নিবন্ধিত  আছে কিনা তা দেখতে হবে। সামান্য একটু ভুলের কারনে আপনার শখের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যেতে পারে।  তাই আমারা যে কোন মোবাইল ফোন কেনার আগে জেনে নেওয়া উচিত ফোনটি আসল কি না। এখন আমরা জেনে নিব মোবাইল ফোন আসল না নকল-

স্টেপ-১ঃ প্রথমে আপনার ফোন এর IMEI নাম্বার জানতে হবে। সাধারণত IMEI নাম্বার থাকে মোবাইল বক্সে  বা প্যাকেটে । তাৎক্ষণিকভাবে *#০৬# ডায়াল করে IMEI  নাম্বার জানা যায়।

স্টেপ-২ঃ এখন আপনার ফোনএর মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিট এর IMEI   নম্বর দিয়ে পাঠিয়ে দিন  ১৬০০২ নম্বর এ। ফিরটি মেজেস এ বলে দিবে আপনার ফোনটি আসল না নকল।

আপনার ফোনটি  যদি আসল হয় তাহলে আপনার এসএমএস আসবে ডিভাইস টি IMEI বিটিআরসির ডাটাবেসে পাওয়া গেছে। এবং আপনার ফোনটি যদি নকল হয় তাহলে মেসেজ আসবে আপনার ডিভােইসটি IMEI  বিটিআরসির ডাটাবেসে পাওয়া যায় নি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url