আমাদের স্মার্টফোন বার বার হ্যাং হলে কি করণীয় আমাদের?

 আমাদের স্মার্টফোন বার বার হ্যাং হলে কি করণীয় আমাদের?

আমাদের স্মার্টফোন বার বার হ্যাং হলে কি করণীয় আমাদের?

বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে আমাদের প্রায় সবার কাছেই স্মার্টফোন। গুরুত্বপূর্ণ কাজ করার অবস্থায় আপনার স্মার্টফোন হ্যাং করে বসল! তখন নিশ্চয়ই আপনার মেজাজ খারাপ হবে। স্মার্টফোন হ্যাং হওয়ার কারণে অনেকেই রাগের মাথায় স্মার্টফোন ছুঁড়ে ফেলে দেন। এতে করে আপনার স্মার্টফোন টা হারাতে হয়।

চলুন আর কথা না বারিয়ে জেনে নেওয়া যাক সেসব কারণে আমাদের স্মার্টফোন হ্যাং করে -

১. সাধারণত ব়্যাম কম হলে স্মার্টফোন হ্যাং করে। তাই স্মার্টফোন কেনার আগে অবশ্যই দেখে নিবেন ব়্যাম বেশি কি না।

২. যদি আপনার মোবাইলের ব়্যাম কম হয়, তাহলে ভারী কোন এইচডি ভিডিও বা গেম ডাউনলোড না করাই বুদ্ধিমানের কাজ। 

৩। এক সাথে একাধিক অ্যাপ ব্যবহার করলে স্মার্টফোন হ্যাং করে। তাই আমারা স্মার্টফোন ব্যবহার করার সময় একাধিক অ্যাপ যেন না ব্যাবহার  করি।

৪। ফোন মেমরি অতিরিক্ত ব্যাবহার করলে স্মার্টফোন হ্যাং করে। আমার চেষ্টা করবো স্মার্টফোন এ যদি অতিরিক্ত স্টোরেজ ব্যাবহার করার অপশন থাকে তাহলে ‍অতিরিক্ত স্টোরেজ ব্যাবহার করা।

৫। মাঝে মধ্যে স্মার্টফোনের সেটিংস থেকে ইন্টারনেট মেমোরির ক্যাশ পরিস্কার করে নিবেন।

৬। অনেকেই আলাদা করে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করে থাকেন। আলাদা করে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন নাই। এক্ষেত্রে স্মার্টফোনে থাকা ক্লিনার অ্যাপ দিয়েই এই কাজটি করতে পারেন।

আশা করি এসব কাজ করার পর আপনার স্মার্টফোন আর হ্যাং করবে না। তার পর ও যদি আপনার স্মার্টফোন হ্যাং করে তাহলে বাজার থেকে বেশি স্টোরেজ এবং রাম বেশি দেখে নতুন ফোন কিনুন।


নবীনতর পূর্বতন