৫জি সেবা চালু করলো টেলিটক

 ৫জি সেবা চালু করলো টেলিটক

১২ ডিসেম্বর ২০২১ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ৫জি সেবা চালু করেন টেলিটক। পরীক্ষামূলকভাবে দেশের ৬ টি স্থানে ফাইভ-জি  সেবা চালু করা হয়েছে। চলুন আর দেরি না করে জেনে নেই কোথায় কোথায় টেলিটক ৫ জি সেবা চালু করা হয়েছে।

৫জি সেবা চালু করলো টেলিটক

১। প্রধানমন্ত্রীর কার্যালয়

২। সংসদ ভবন এলাকা

৩। বাংলাদেশ সচিবালয়

৪। বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া

৫। সাভার জাতীয় স্মৃতিসৌধ

৬। ধানমন্ডি ৩২ নম্বর

আগামী বছরের মধ্যে ২০০ টি এলাকায় এই সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

৫ জি সেবায় সুবিধা:

👉 ৪ জির চেয়ে কমপক্ষে ২০ গুণ বেশি

👉 উন্নত মানের স্ট্রিমিং

👉 আরো অনেক বেশি মানুষের কাছে লাইভ ভিডিও পৌঁছাবে

👉 স্মার্ট শহর, বন্দর, বাড়ি ও স্বয়ংক্রিয় গাড়ির জন্য সহায়ক প্রযুক্তি

👉 ইন্টারনেট অফ থিংস এর ব্যবহার বৃদ্ধি

৫ জি সেবা  ছড়িয়ে দিতে আগামী বছরের মার্চ  মাসে নিলাম করবে সরকার। এর পরেই বেসরকারি মোবাইল অপারেটরগুলো দেশে ৫ জি  সেবা চালু করতে পারবে।

বিশ্বের প্রায় ৬০টি দেশে ৫ জি সেবা চালু হয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url