ডিলিট হওয়া ছবি বা ভিডিও ফিরিয়ে আনার উপায়

অনেক সময় আমদের গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও আমাদের ফোন বা কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায়। গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও  ডিলিট হওয়ার কারণে আমাদের অনেক  রড় ক্ষতির মধ্যে পড়তে হয়। আমার জানি না  ডিলিট হওয়া ছবি বা ভিডিও  কি ভাবে ফিরিয়ে আনতে হয়। চলুন আর কথা না কথা না বাড়িয়ে  তাহলে শরু করা যাক ।

ডিলিট হওয়া ছবি বা ভিডিও ফিরিয়ে আনার উপায়


কম্পিউটার থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও  ফিরিয়ে  আনার উপায়

প্রথমে আপনার কম্পিউটারে  Recuva  নামের একটি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

ধাপ-১ঃ প্রথমে যে কোন একটি ব্রাউজার এ ‍গিয়ে  Recuva  লিখে সার্চ দিন। তারপর Recuva  সফটওয়্যার টি ইনস্টল করুন।


ধাপ-২ঃ এখন আপনি যে সফটওয়্যার টি ইনস্টল করেছেন সেই সফটওয়্যার টি ওপেন করুন। তারপর  আপনি ড্রাইভ  সিলেক্ট করে স্ক্যান করুন।




ধাপ-৩ঃ এখন আপনি যে ছবি টি রিকভারি করতে চাচ্ছেন তা সিলেক্ট করে রিকভার বাটনে ক্লিক করুন । তার পর আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ এ সেভ করুন।  



মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও  ফিরিয়ে  আনার উপায়

ধাপ-১ঃ প্রথমে আপনার  গুগল প্লে স্টোর থেকে DiskDigger Photo Recovery Apps টি আপনার  ফোন এ ইনস্টল করতে হবে।


ধাপ-২ঃ তারপর অ্যাপটি ওপেন করার পর ‍Start Basic Photo Search এ ক্লিক করতে হবে। 


ধাপ-৩ঃ তারপর আপনার ফোন স্ক্যান করবে। স্ক্যান শেষ হয়ে হলে আপনার ডিলিট হওয়া ছবি গুলো  দেখতে পারবেন। এখন আপনি কোন ছবিটি ফিরিয়ে আনতে চাচ্ছেন তা সিলেক্ট করে রিকোভার বাটন এ ক্লিক করার পর আপনার সামনে একটি বক্স আসবে সেখান থেকে আপনি ‍Save the files to a custom location on your device select করে আপনার পছন্দ মত লোকেশন এ সেভ করুন। এভাবেই মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি  রিকভারি করতে হয়।

বিভিন্ন ধরনের টেকনোলজি বিষয় জানতে নো টেক ফাস্ট ডট কম এর সাথে থাকুন ধন্যবাদ।

নবীনতর পূর্বতন